ইসলামী বিশ্ববিদ্যালয়, ০৫ নভেম্বর (ইউএনবি)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসা প্রসাশন অনুষদের অধীনে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টায় পর্যন্ত এ পরীক্ষা হয়।
ইবির উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশিদ আসকারী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে সহ-উপাচার্য অধ্যাপক এম শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রধান এম আতউল হক উপস্থিত ছিলেন।
‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক আরিবিদু শাহ বলেন, ৪৫০টি আসনের জন্য ৭ হাজার ১৪৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu ac.bd) পাওয়া যাবে।